Skip to main content

Posts

Showing posts from October, 2023

আসুন জেনে নেই গ্যাস্ট্রিক থেকে বাঁচাতে কী করবেন?

 আসুন জেনে নেই গ্যাস্ট্রিক থেকে বাঁচাতে কী করবেন? ১. প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দুপুর ও রাতের খাবার খাবেন। ২. একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প করে বারবার খান। ৩. ধূমপান ও মদপানকে এড়িয়ে চলুন। ৪. ঘুমানোর কমপক্ষে ২ ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন ৫. চিকিৎসকের পরামর্শ ছাড়া পেট খারাপ বা বমির ওষুধ কিনে খাবেন না। ৬. অতিরিক্ত তেল ও মসলা দেয়া খাবার খাবেন না। বাইরের খাবার না খেয়ে বাড়ির তৈরি খাবার খান। তাজা খাবার খান, স্টোর করা বা ফ্রোজেন ফুড কম খাবেন। ৭. শরীরের অতিরিক্ত ওজন কমান। নিয়মিত ব্যায়াম করুন। ৮. মানসিক চাপ ও দুশ্চিন্তা অনেক সময় এসব সমস্যা বাড়িয়ে দেয়। তাই মানসিক চাপ নেবেন না। ৯. তৈলাক্ত খাবার বাদ দিতে চেষ্টা করুন। মাংস, ডিম, বিরিয়ানি, মোগলাই, চায়নিজ খাবার যা-ই খান না কেন, তা দুপুরের মেন্যুতে অন্তর্ভুক্ত করুন। রাতের খাবারটি যেন হালকা হয়। শাকসবজি, ছোট মাছ এসব দিয়ে রাতের মেন্যু সাজান। ১০. খাওয়ার পরপরই অনেক বেশি পানি পান করার প্রবণতা বাদ দিন। ভাত খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করুন। ১১. দিনে কিংবা রাতে খাওয়ার পরপরই অনেকে শুয়ে পড়তে পছন্দ করেন। এটা না করে কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটাচলা ক...

যবিপ্রবিতে সর্বাধুনিক জিমনেশিয়াম,অবদান রাখছে সুস্বাস্থ্য গঠন ও ক্রীড়াক্ষেত্রে

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ দেশের দ্বিতীয় বৃহত্তম ইনডোর জিমনেশিয়ামটি  অবস্থিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)।জিমনেশিয়ামটির নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে।এটির নাম "শেখ রাসেল জিমনেশিয়াম"। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার ও স্বাধীনতা সড়ক সংলগ্ন হয়ে সুউচ্চ এই ভবনটি অবস্থিত।ঢাকায় অবস্থিত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের পর এটিই সবচেয়ে বড় । ২২ হাজার ২৮০ বর্গফুটের আন্তর্জাতিক মানের এই জিমনেশিয়ামটিতে রয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ  জিম ল্যাব( স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাব)।এছাড়া ভলিবল, টেবিলটেনিস, ব্যাডমিন্টন খেলার ব্যবস্থাসহ সুবিশাল ইনডোর গ্যালারি । শরীরচর্চা শিক্ষা দফতর সূত্রে জানা যায়,  খেলায়াড়দের ফিটনেসের জন্য জিমনেসিয়ামের অভ্যন্তরীণ স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং ল্যাবটিতে অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের চাহিদা মিটিয়ে  দেশের ক্রীড়ার মানউন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশের জাতীয় দলের কন্ডিশনিং...