✍️স্ট্রোক ও ফিজিওথেরাপি চিকিৎসাঃ স্ট্রোক বা পক্ষাঘাত খুব পরিচিত একটি শব্দ।দৈনন্দিন জীবনে আমাদের আশেপাশের অনেক মানুষ হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে।তবে সঠিক চিকিৎসার অভাবে বা ভুল চিকিৎসার কারণে অনেকেই পঙ্গুত্ব বা চলাফেরার সক্ষমতা হারিয়ে ফেলছেন।আসুন জেনে নেই স্ট্রোক ও এর সঠিক চিকিৎসা সম্পর্কে। ✍️স্ট্রোক কি? স্ট্রোক হল মস্তিষ্কের রক্ত সরবরাহে হঠাৎ বাঁধা সৃষ্টির ফলে মস্তিষ্কের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া বা মৃত্যুবরণ করা। এটি মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধা (ইশকেমিক) অথবা রক্তনালী ছিঁড়ে রক্তপাত (হেমোরেজিক) হওয়ার কারণে হতে পারে। ✍️স্ট্রোকের লক্ষণ: -হঠাৎ অসাড়তা বা দুর্বলতা, বিশেষ করে শরীরের একদিকে -মুখ বা চোখের একদিকে বাঁকা হওয়া -কথা বলতে অসুবিধা -বুঝতে অসুবিধা -হাঁটতে অসুবিধা -ভারসাম্য হারানো -দৃষ্টি সমস্যা ✍️স্ট্রোকের ঝুঁকির কারণ: -উচ্চ রক্তচাপ -ডায়াবেটিস -উচ্চ কোলেস্টেরল -ধূমপান -স্থূলতা -অলসতা -অতিরিক্ত মদ্যপান -পারিবারিক ইতিহাস ✍️স্ট্রোকের চিকিৎসা: স্ট্রোকের চিকিৎসা নির্ভর করে এর ধরণ, তীব্রতা এবং রোগীর সামগ্রিক স্বাস্থ্যের উপর। চিকিৎসার মধ্যে থাকতে পারে: -ওষুধ -ফিজিওথেরাপি -অ...