'জাস্ট ফিজিও ক্লাব'এর কমিটি গঠন
ফরিদ হাসান,যবিপ্রবিঃ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) 'জাস্ট ফিজিও ক্লাব'এর দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়েছে।গত সোমবার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের কক্ষে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয় ও একই দিন বিকালে ফলাফল ঘোষিত হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের সহ- সভাপতি পদে উক্ত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান নাঈম এবং বিপুল ভোটে সাধারণ সম্পাদক পদে তৃতীয় বর্ষের শিক্ষার্থী সবুজ বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আসিফ রহমান (দ্বিতীয় বর্ষ),সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাসান বাদশা(৩য় বর্ষ),কোষাধ্যক্ষ মো. রমিজ উদ্দিন(৩য় বর্ষ),প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন ভূইয়া(২য় বর্ষ),দপ্তর সম্পাদক তোহিদুল ইসলাম বাধন(২য় বর্ষ),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল আল রায়হান(২য় বর্ষ), নারী ও সমাজকল্যাণ সম্পাদক সুরাইয়া ফেরদৌস প্রমা(১ম বর্ষ),কার্যনির্বাহী সদস্য ফরহাদ উদ্দিন(১ম বর্ষ),মো. জামিল হোসেন জয়(১ম বর্ষ), ইমাম হাসান(১ম বর্ষ) নির্বাচিত হয়েছেন।
ক্লাবটির নব্য সহ-সভাপতি জাহিদ হাসান নাইম জানান,'আমার হৃদয়ে অত্যন্ত আনন্দের অনুভূতি যে, আপনাদের বিশ্বাস এবং বিশ্বস্ততার প্রতি আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। আমি আপনাদের সম্মান এবং স্বার্থপর ভাবনা নিয়ে একটি নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের সহযোগিতা এবং আমার উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমি আপনাদের সবার সহায়তা এবং সাথে থাকা ক্ষমতা প্রাপ্ত হতে সচেষ্ট থাকব।
আমি আশা করি আমাদের সম্পর্ক এবং সহযোগিতা একটি নতুন সীমানা অতিক্রম করবে এবং আমরা সবাই একসাথে ক্লাবের মূল উদ্দেশ্য অনুসারে অগ্রগতি করব। ইনশাআল্লাহ্।'
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সবুজ বিশ্বাস তাঁর এমন জয়ে উচ্ছ্বসিত হয়ে বলেন,'জাস্ট ফিজিও ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমি খুবই আনন্দিত। কিন্তু আমার প্রতিদ্বন্দী বন্ধুদের থেকে বড় কিছু হয়ে যায়নি,সকলকে সমান গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নামই প্রকৃত শক্তি, ভালোবাসা, আর শান্তি। শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতিটি দিকনির্দেশনা পালন করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাব। আমরা যেন সৎপথে সবাইকে নিয়ে চলতে পারি এই আকাঙ্ক্ষা অন্তরে লালন করছি । আমরা সকলে দোয়া ও আশীর্বাদ চাই।'

Comments
Post a Comment