Skip to main content

Posts

Showing posts from January, 2023

বর্ণাঢ্য আয়োজনে যবিপ্রবির ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধি:  কেক কাটা, পিঠা উৎসব, আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠানসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। একইসাথে নবীন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্যালেন্ডারসহ উপহার সামগ্রী তুলে দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়।  তবে ষোড়শ বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয় রাত ১২.০১ মিনিটে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে। সকাল সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ অন্য অতিথিরা বাংলাদেশের জাতীয় পতাকা, নেপালের জাতীয় পতাকা ও যবিপ্রবির পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী কর্মসূচি শুরু করেন। এরপর সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। স্লোগান, বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করে। পরে বাস্কেটবল গ্রাউন্ডে বিশ্ববিদ্যালয় দিবসের কেক কাটা হয়। বেলা ১১ টায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ অতিথিরা বিভিন্ন বিভাগের পিঠা উৎসবের স্টলসমূহ পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের ২৬ট...

আর এন রোড বয়েজ ক্রিকেট টিমের বিপক্ষে যশোর ক্রিকেট সেন্টার দলের জয়লাভ

ফরিদ হাসান,যশোরঃ যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৩ আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন যশোর ক্রিকেট সেন্টার ও আর এন রোড বয়েজ ক্রিকেট টিম। আর এন রোড বয়েজ ক্রিকেট টিমের হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজোয়ান হোসেন দারুন বোলিং ও ব্যাটিং করেন তিনি যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়,রেজোয়ান আগুন ঝরা বোলিং করেন তিনি মাত্র ৮ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এবং ব্যাটিংয়ে দুই ছয় ও এক চার হাঁকিয়ে ২০ রান করেন।রেজোয়ানের ক্রীড়া নৈপুণ্যের পরও হারতে হয়  আর এন রোড বয়েজ ক্রিকেট টিমকে। ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট  অনেকেই রেজোয়ানের বিষয়ে জানতে চাইলে জানান, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।তার পারফরমান্স সত্যিই অনেক ভালো।ভবিষ্যতে সে আরও ভালো করুক এমনটাই প্রত্যাশা করি। যবিপ্রবির রেজোয়ান(ডানে)

যবিপ্রবিতে সমাবর্তন ফি নিয়ে অসন্তোষ প্রকাশ, শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

যশোর  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী ১৮ই ফেব্রুয়ারি আসন্ন ৪র্থ সমাবর্তনের সমাবর্তন ফি ও সনদ উত্তোলন ফি পুনর্বিবেচনার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও সাধারণ শিক্ষার্থীরা।  সমাবর্তন ফি, মূল সনদ,  এবং সাময়িক সনদ উত্তোলন ফি ২০০০/-, ৫০০/- এবং ৩০০/- টাকা পুনঃনির্ধারনের দাবিতে রবিবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সারাদিন ব্যাপী গনস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। গণস্বাক্ষর শেষে তা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে জমা দিয়ে সমাবর্তন ফি পুনর্বিবেচনা করতে ৪৮ ঘন্টা সময় বেধে দিয়েছে শিক্ষার্থীরা। চতুর্থ সমাবর্তনের তারিখ ও সমাবর্তন ফি ঘোষণার সময় থেকে সমাবর্তন ফি ও সনদ উত্তোলন ফি কমানোর দাবি জানিয়ে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় আজ ৮৩৫ জন ছাত্রছাত্রীর স্বাক্ষর সম্বলিত দুইটি আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে জমা দেওয়া হয়েছে ৷ আগামী ১৭ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে উক্ত সমাবর্তন ফি, সাময়িক ও মূল সনদ উত্তোলন ফি পুনঃবিবেচনা করে ছাত্রছাত্রীদের দাবি মানা না হলে ৪র্থ সমাবর্তন বয়কট...

Inspiration,Realistic speech

👉কষ্ট পাওয়া মানুষগুলো চাইলে জীবনে সবচেয়ে বেশি সফল হতে পারে,শুধুমাত্র সেই কষ্টগুলোকে শক্তিতে পরিণত করার মাধ্যমে। 👉আমরা মানুষকে মানুষ হিসেবে সম্মান না করলেও মানুষটির যোগ্যতা ও পজিশনকে ঠিকই কুর্নিশ করি 👉সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া একই ভুল যেন ২য় বার না করে ফেলি। ✌️আমার সকল প্রাপ্তি অপ্রাপ্তি সমস্তই একান্তই আমার নিজের।কাউকে দোষারোপ করবো না। ✌️বাহির পরিবর্তনের চেয়ে ভেতর পরিবর্তন জরুরী।

শীতার্তদের পাশে যবিপ্রবির ‘মানবতার দেওয়াল’

শীতার্তদের পাশে যবিপ্রবির ‘মানবতার দেওয়াল ’ ফরিদ হাসান যবিপ্রবি প্রতিনিধিঃ শীতার্ত ও বস্ত্রহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মানুষের অব্যবহৃত ব্যবহার উপযোগী শীতের পোশাক সংগ্রহ করে শীতার্ত মানুষের কাছে পৌছে দিচ্ছে যবিপ্রবির একদল শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৭ই জানুয়ারি) যবিপ্রবির ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে উদ্বোধন করা হয় ‘মানবতার দেওয়াল’ কার্যক্রমের। প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের কষ্ট। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত এমন অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র  বিতরণ করতে কাজ করবে এই ‘মানবতার দেওয়াল’। মানবতার দেওয়াল সম্পর্কে জানতে চাইলে যবিপ্রবির রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও মানবতার দেওয়ালের একজন উদ্যোক্তা রাশেদ খান বলেন, ‘এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। আমাদেরকে যারা এ কাজে সহায়তা করেছে তাদেও সকলকে ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র ও এখান থেকে সংগ্রহ করা টাকা দিয়ে আমরা কম্বল কিনবো যা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন ...

যবিপ্রবির ৫৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প  'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ' ২০২২-২৩ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৫৭ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।   বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগ(১৭), এগ্রো প্রোডাক্ট প্রসেসিং এন্ড টেকনোলজি বিভাগ(১২) এবং ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ(৯),জেনেটিক  ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ(৫),এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগ(৪), নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগ(৩),কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ(৩),ফিজিক্স(২),ম্যাথমেটিক্স(১) ও কেমিস্ট্রি (১)বিভাগ থেকে মোট ৫৭ জন এই ফেলোশিপ পেয়েছেন৷ ফেলোশিপ প্রাপ্তদের মধ্যে স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় থেকে গবেষণার জন্য ৫৪ হাজার টাকা করে পাবেন। উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্...

some English Sentences for spoken English

📌 As if - যেনো 📌 As it were - ঠিক যেনো 📌 As usual - সচরাচর   📌 As well as - পাশাপাশি, অধিকন্তু 📌 As a result of - এর ফলে 📌 As soon as - যত দ্রুত সম্ভব   📌 As possible - যতটুকু সম্ভব 📌 As a whole - মোটের উপর 📌 As though - যদিও 📌 As far as possible - যত দূর সম্ভব 📌 As many as - যত বেশি সম্ভব 📌 As yet - অদ্যাপি   📌 Just as - এই রকম 📌 As regards - সম্পর্কে 📌 As a rule - সাধারণত   📌 As busy as a bee - মৌমাছির মতো ব্যস্ত 📌 As blind as a bat - বাদুরের মতো অন্ধ  📌 As cunning as a fox - শিয়ালের মতো ধূর্ত 📌 As happy as a child - শিশুর মতো সুখী  📌 As brave as a lion - সিংহের মতো সাহসী 📌 As fast as light - আলোর মতো দ্রুতগামী   😍Most Useful Motivational Sentences😀 ...........................................................   👉It doesn’t matter - এটা কোন ব্যাপার না ।   ✪ Never Give up - হাল ছেড়ো না ।   👉That’s a good effort - এটা একটা ভালো প্রচেষ্টা ✪ There is nothing to fear -...