ফরিদ হাসান,যশোরঃ
যশোর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৩ আজকের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন যশোর ক্রিকেট সেন্টার ও আর এন রোড বয়েজ ক্রিকেট টিম। আর এন রোড বয়েজ ক্রিকেট টিমের হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজোয়ান হোসেন দারুন বোলিং ও ব্যাটিং করেন তিনি যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।জানা যায়,রেজোয়ান আগুন ঝরা বোলিং করেন তিনি মাত্র ৮ ওভার বোলিং করে ৩৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন এবং ব্যাটিংয়ে দুই ছয় ও এক চার হাঁকিয়ে ২০ রান করেন।রেজোয়ানের ক্রীড়া নৈপুণ্যের পরও হারতে হয় আর এন রোড বয়েজ ক্রিকেট টিমকে।
ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট অনেকেই রেজোয়ানের বিষয়ে জানতে চাইলে জানান, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।তার পারফরমান্স সত্যিই অনেক ভালো।ভবিষ্যতে সে আরও ভালো করুক এমনটাই প্রত্যাশা করি।
![]() |
| যবিপ্রবির রেজোয়ান(ডানে) |

Comments
Post a Comment