যবিপ্রবির ক্যাফেটেরিয়ার সামনে থেকে তোলা ছবি ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) প্রধান প্রবেশদ্বারের পশ্চিম দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন হয়ে অবস্থান বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়াটির।দীর্ঘদিন যাবৎ ক্যাফেটেরিয়ার টয়লেটগুলো একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।একরকম জরাজীর্ণ ও অপরিষ্কার অবস্থায় রয়েছে টয়লেটগুলো। ফলে ভোগান্তির শিকার শিক্ষার্থী ও ক্যাম্পাসে বেড়াতে আসা অতিথিরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধানফটকের সামনে অবস্থিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা অতিথিরা এবং শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়াটিতে খাওয়া-দাওয়া করা, গল্প ও আড্ডা দেয়া এবং প্রয়োজনে টয়লেট ব্যবহার করেন। টয়লেট ব্যবহার করতে গিয়ে সকলেই বিপাকে পড়েন।টয়লেটগুলো অপরিষ্কার অবস্থায় থাকায় প্রচন্ডরকমের র্দুগন্ধ ছড়ায় এবং এগুলোর ফ্লাশ,দরজা এবং বেসিনগুলোর বেশির ভাগই নষ্ট ও নোংরা।ব্যবহারের অনুপযোগী হওয়ায় সকলকেই অন্যত্র টয়লেট ব্যবহারের জন্য যেতে হয়। সম্প্রতি যবিপ্রবির ৪র্থ সমাবর্তনে অংশ নিতে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ও অভিভাবকেরা ক্যাফেটেরিয়ার অব্যব...