Skip to main content

Posts

Showing posts from February, 2023

যবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া নানা সমস্যায় জর্জরিত

যবিপ্রবির ক্যাফেটেরিয়ার সামনে থেকে তোলা ছবি ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) প্রধান প্রবেশদ্বারের পশ্চিম দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন  হয়ে অবস্থান বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়াটির।দীর্ঘদিন যাবৎ ক্যাফেটেরিয়ার টয়লেটগুলো একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।একরকম জরাজীর্ণ ও অপরিষ্কার অবস্থায় রয়েছে টয়লেটগুলো। ফলে ভোগান্তির শিকার শিক্ষার্থী ও ক্যাম্পাসে বেড়াতে আসা অতিথিরা। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধানফটকের সামনে অবস্থিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা অতিথিরা এবং শিক্ষার্থীরা  ক্যাফেটেরিয়াটিতে খাওয়া-দাওয়া করা, গল্প ও আড্ডা দেয়া এবং প্রয়োজনে টয়লেট ব্যবহার করেন। টয়লেট ব্যবহার করতে গিয়ে সকলেই  বিপাকে পড়েন।টয়লেটগুলো অপরিষ্কার অবস্থায় থাকায় প্রচন্ডরকমের  র্দুগন্ধ ছড়ায় এবং এগুলোর ফ্লাশ,দরজা এবং বেসিনগুলোর বেশির ভাগই নষ্ট ও নোংরা।ব্যবহারের অনুপযোগী হওয়ায় সকলকেই অন্যত্র টয়লেট ব্যবহারের জন্য যেতে হয়। সম্প্রতি যবিপ্রবির ৪র্থ সমাবর্তনে অংশ নিতে আসা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ও অভিভাবকেরা ক্যাফেটেরিয়ার অব্যব...

১৮৩১ গ্র্যাজুয়েট অংশ নিচ্ছেন যবিপ্রবির ৪র্থ সমাবর্তনে

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চতুর্থ সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে এক হাজার ৮৩১ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীদের সঙ্গে অতিথি হয়ে আসবেন দুই হাজার ৬১ জন। যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে গতকাল সোমবার ৮৭তম (বিশেষ) রিজেন্ট বোর্ডের সভায় সমাবর্তন সম্পর্কিত কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিল থেকে সমাবর্তন সংক্রান্ত কার্যক্রমের চূড়ান্ত অনুমোদনের জন্য রিজেন্ট বোর্ডে সুপারিশ করা হয়। যবিপ্রবির চতুর্থ সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদের পক্ষে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. হাসিনা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক...

Kuakata where we've visited recently

  Kuakata, a small town located in the southwestern part of Bangladesh, is a hidden gem that offers a unique blend of natural beauty and serenity. Recently, I had the opportunity to visit this breathtaking location and it left me in awe of its scenic beauty and rich culture. Pic credit :someone One of the most remarkable things about Kuakata is its panoramic sea beach, which stretches for about 18 kilometers. The beach offers a breathtaking view of the Bay of Bengal and the sunsets and sunrises here are simply mesmerizing. I took a leisurely walk along the sandy beach and was amazed by the turquoise blue water, which was so clear that I could see the reflection of the sky. Group photo with tourmates(partial) In addition to the beach, there are many other attractions in Kuakata that are worth visiting. The Rakhain Buddhist Temple is a beautiful structure with intricate carvings and paintings, which is a testament to the rich cultural heritage of the region. The temple also offers a ...

আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতায় পিটিআর বিভাগের পদকলাভ

 ফরিদ হাসান,যবিপ্রবিঃ যবিপ্রবির এবছর ক্রীড়া সপ্তাহ-২০২৩ এর আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নিয়ে পুরষ্কার লাভ করেন ফিজিথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের(পিটিআর)  বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ২য় স্থান ও ৪০০ মিটার রিলে স্প্রিন্টে ৩য় স্থান অর্জন করেন মেহেদী হাসান বাদশা  এবং ছেলেদের ৪০০ মিটার রিলে স্প্রিন্টে তৃতীয় স্থান অর্জন করেন নাঈম আশরাফী সজীব। তারা উভয়ই স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পুরস্কার গ্রহনের পর খেলোয়ারদের উল্লাস অপরদিকে, মেয়েদের  টেবিল টেনিস খেলায় এককভাবে রানার্সআপ এবং একই খেলায় দ্বৈতভাবে রানার্সআপ হয়েছেন পিটিআর বিভাগের স্নাতক  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  খন্দকার ফারিয়া জামান ও   স্নাতক  তৃতীয়  বর্ষের ফারহানা আসরেকিন।