ফরিদ হাসান,যবিপ্রবিঃ
যবিপ্রবির এবছর ক্রীড়া সপ্তাহ-২০২৩ এর আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নিয়ে পুরষ্কার লাভ করেন ফিজিথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের(পিটিআর) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ২য় স্থান ও ৪০০ মিটার রিলে স্প্রিন্টে ৩য় স্থান অর্জন করেন মেহেদী হাসান বাদশা এবং ছেলেদের ৪০০ মিটার রিলে স্প্রিন্টে তৃতীয় স্থান অর্জন করেন নাঈম আশরাফী সজীব। তারা উভয়ই স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
![]() |
| পুরস্কার গ্রহনের পর খেলোয়ারদের উল্লাস |

Comments
Post a Comment