দুর্নীতি সকল উন্নয়নের অন্তরায় কারণ দুর্নীতির ফলেই হতে পারে অর্থনৈতিকভঙ্গুরতা,ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষতিসহ নানাবিধ সমস্যা।শিক্ষাপ্রতিষ্ঠানের মত স্থানে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে তা আরও প্রকটরুপ ধারন করেছে।অনেক আশা নিয়ে একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে। তবে তাতে ভাটা পড়ে যখন দেখা যায় সেসব শিক্ষার্থীর উচ্চ শিক্ষা অর্জনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে ওঠে এই দুর্নীতিই। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থের ‘হরিলুট’ চলছে এমন শিরোনামে পত্রিকায় খবর ও প্রকাশিত হয়।ব্যক্তিগত ড্রাইভারকে পঞ্চম গ্রেড বা উপসচিবের সমান বেতন প্রদান, বয়স পার করার পরও ‘সেশন বেনিফিটের’ মাধ্যমে চাকরিতে বহাল রাখা,বাংলোতে বসবাসের পরও উপাচার্যের বাড়ি ভাড়া নেয়াসহ এভাবে অন্তত ২০টি খাতের আড়ালে উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিধিবহির্ভূতভাবে আর্থিক সুবিধা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ইউজিসির সদস্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর গনমাধ্যমকে জানান, স্বায়ত্তশা...