ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান অনুষদের ডিন ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ।
![]() |
| ছবিঃ প্রফেসর ড.ইকবাল কবীর জাহিদ |
গত ১২ ই এপ্রিল বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাধারণ সম্পাদক প্রফেসর ড. হাসিনা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত রবিবার (৯ এপ্রিল)বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস কাউন্সিলের ৪র্থ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় যবিপ্রবি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ কে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির (৫ নং অনুচ্ছেদ) অনুযায়ী সহযোগী ফেলো হিসেবে নির্বাচিত করা হয়েছে।
জাতীয় পর্যায়ে বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পাওয়ায় তাঁকে নিজ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্তর ও সংগঠন থেকে অভিনন্দন জানানো হয়েছে।বর্তমানে প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য এবং যবিপ্রবির জিনোম সেন্টারের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করছেন এছাড়াও গুরুত্বপূর্ণ নানা পদে তিনি পূর্বে দায়িত্ব পালন করেছেন এবং এখনও করে যাচ্ছেন।তাঁর পৈত্রিক নিবাস যশোরের মনিরামপুরে।


Comments
Post a Comment