Skip to main content

যবিপ্রবির উদ্যোগে জাতীয় পর্যায়ে দেশের প্রথম ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনুষ্ঠিত

ফরিদ হাসান,যবিপ্রবি প্রতিনিধিঃ

ফিজিওথেরাপি পেশার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে বেগবান করার লক্ষ্যে  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উদ্যোগে  দেশের প্রথম জাতীয় পর্যায়ে ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

যবিপ্রবি'র ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের (পিটিআর) 'বিপিএ স্টুডেন্টস উইংস অব জাস্ট' ও 'জাস্ট ফিজিও' ক্লাবের সার্বিক সহযোগিতায়  মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল তিনটায় সারা দেশব্যাপী প্রথমবারের মতো উক্ত ফিজিওথেরাপি অলিম্পিয়াড অনলাইনে অনুষ্ঠিত হয়।  

 

বিকাল ৩ টা থেকে ৩টা ২৫ মিনিট পর্যন্ত ৫০ টি এমসিকিউ প্রশ্নে অলিম্পিয়াডের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে সমগ্র দেশ থেকে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত দুই শতাধিক ফিজিওথেরাপি শিক্ষার্থী এবং ফিজিওথেরাপি চিকিৎসক  তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।


আজ ১৪ ই সেপ্টেম্বর বিপি স্টুডেন্টস উইংস অব জাস্ট নামক ফেসবুক গ্রুপে উক্ত অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়। অলিম্পিয়াডের বিজয়ীরা হলেন 'এ'ক্যাটাগরিতে প্রথম আল আমিন(যবিপ্রবি), দ্বিতীয় তাসফিয়া তাবাসসুম (বিএইচপিআই), তৃতীয় মরিয়ম তাসনিম (নিটোর) এবং ক্যাটাগরি' বি' তে প্রথম হয়েছেন যৌথভাবে  মো: মানিক (যবিপ্রবি) ও মো: মহিউদ্দিন নুরী আনাস(বিএইচপিআই) দ্বিতীয় সানজিদা হোসেন সায়মা (বিএইচপিআই) ও তৃতীয় মো: সাকিব আহাম্মেদ(যবিপ্রবি)। সর্বশেষ ক্যাটাগরি 'সি' তে প্রথম হয়েছেন যৌথভাবে মাসুম বিল্লাহ (বিএইচপিআই)ও সাইফুল ইসলাম(বিএইচপিআই) দ্বিতীয় সাহিদ আফ্রিদি(বিএইচপিআই) এবং তৃতীয় তোফাজ্জল হোসেন তুহিন(যবিপ্রবি)।


অলিম্পিয়াড প্রসঙ্গে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী  অধ্যাপক 

ডা. মোঃ ফিরোজ কবীর বলেন,আমি সবসময় স্বপ্ন দেখতাম কিভাবে ফিজিওথেরাপি পেশার উন্নয়নে কাজ করা যায়।ফিজিওথেরাপি অলিম্পিয়াড আয়োজনের স্বপ্ন দেখতাম যেন সকল পেশাজীবী ও শিক্ষার্থীদের একই সাথে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে অংশগ্রহণমূলক কাজে সম্পৃক্ত করা যায়। মূলত এটাই ছিল আমার লক্ষ্য।আমি অত্যন্ত আনন্দিত যে, বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) এর সার্বিক  পৃষ্ঠপোষকতায় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের   ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ এ ধরনের জাতীয় পর্যায়ের একটি অলিম্পিয়াড সফলভাবে সম্পন্ন করেছে।আমি আশা করি আগামীতেও ফিজিওথেরাপি পেশার উন্নয়নে এ ধরনের প্রোগ্রাম  ও প্রতিযোগিতার আয়োজনে  বাংলাদেশের ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনসহ (বিপিএ) দেশ-বিদেশের পেশাসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী,পেশাজীবী ও সকল শুভাকাঙ্ক্ষী সার্বিক সহযোগিতা করবেন। 


অন্যদিকে এ বিষয়ে যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী  অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো জাতীয় ফিজিওথেরাপি  অলিম্পিয়াড। তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত অলিম্পিয়াডের ক্যাটাগরি এ ও বি ছিল শিক্ষার্থীদের জন্য এবং সি ছিল সদ্য পাশকৃত ও ফিজিওথেরাপী পেশাজীবীদের জন্য। অত্যন্ত সুন্দর ও সফলভাবে প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি এরকম অলিম্পিয়াড প্রতি বছরই আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে। আমি বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সকল কার্যনির্বাহী সদস্য, সহভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। পাশাপাশি একটি কথা না বললেই নয়, ফিজিওথেরাপি অলিম্পিয়াড এর স্বপ্নদ্রষ্টা ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাবেক চেয়ারম্যান ডাক্তার মোঃ ফিরোজ কবীর স্যারকে আমি ধন্যবাদ দিতে চাই। এছাড়া স্যারের সুদূর চিন্তাধারা ও পরিকল্পনার মাধ্যমে ও আমাদের বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তাছাড়া আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিভাগের বর্তমান চেয়ারম্যান ড.অভিনু কিবরিয়া ইসলাম স্যারকে যার সার্বিক সহযোগিতায় প্রোগ্রামটি সফল হয়েছে। আমরা আশা করি যে, ফিজিও থেরাপি পেশা, গবেষণা ও এ ধরনের প্রোগ্রাম আয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ও ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন  বিভাগ একসাথে করে যাবে । 


উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেয়া হবে বলে জানান অলিম্পিয়াড কমিটি।ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন এর সার্বিক  পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াড ইতিমধ্যে সারা দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। অলিম্পিয়াড আয়োজক কমিটি আগামীতে  আরও  ব্যাপক পরিসরে অলিম্পিয়াড আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পরবর্তীতে এরকম আরও সুদূরপ্রসারী অনুষ্ঠান আয়োজন করার জন্য  সকল ফিজিওথেরাপি শিক্ষার্থী এবং ফিজিওথেরাপি চিকিৎসকদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আহ্বান জানান। 


Comments

Popular posts from this blog

ফেসবুকের মতো সাইট তৈরি করলেন যবিপ্রবি শিক্ষার্থীঃউদ্দেশ্য নিজ ক্যাম্পাসিয়ানদের একত্র করা

ফরিদ হাসান,ডিজিটাল কনটেন্ট রাইটার নিজ ক্যাম্পাস যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরকে এক ছাদের তলায় এনে স্বল্প সময়ে সবার সাথে সবার যোগাযোগকে সহজতর, প্রাণবন্ত ও দ্রুত করতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আদলে একটি সাইট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন যবিপ্রবির শিক্ষার্থী শেখ এজাজুল কবির।তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।সাইটটি তৈরির পর অনেকের  প্রশংসাও কুড়িয়েছেন তিনি। ছবিঃশেখ এজাজুল কবির,শিক্ষার্থী যবিপ্রবি পড়াশোনার ফাঁকে ফাঁকে অবসরে নিজ উদ্যোগে তিলে তিলে নিজস্ব শ্রম, মেধা ও প্রজ্ঞার সমন্বয়ে প্রায় আট মাসের সাধনায় অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে জাস্টিয়ান ডট এক্স ওয়াই জেড নামের একটি ওয়েবসাইট তৈরি করেছেন এজাজুল কবির।সাইটটি মার্ন (MERN) স্ট্যাকে বিল্ড করা এবং কোডিংয়ের মাধ্যমে তৈরি। শেখ এজাজুর কবিরকে তার এই ওয়েবসাইট তৈরির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জাস্টিয়ান ডট এক্স ওয়াই জেড সাইটটি আমার নিজেরই বানানো। এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন এবং স্টুডেন্টদেরকে একসাথে এক প্ল্যাটফর্মে আন...

সাস্টকে পিছনে ফেলে বিজ্ঞান প্রযুক্তিতে দেশসেরা জাস্ট

এলসেভিয়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক প্রকাশনা নিবন্ধ প্রকাশনা সংস্থা “এলসেভিয়ার” কর্তৃক স্কোপাস ডাটার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করেছে যবিপ্রবি। সম্প্রতি নেদারল্যান্ডস ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে।  এলসেভিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষেণাপত্রের উপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তালিকা প্রকাশ করা হয়। এ বছর প্রকাশিত তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নবম স্থানে অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  যবিপ্রবির প্রকাশিত মোট গবেষণা পত্রের সংখ্যা প্রায় ৩০০ এরও অধিক। এছাড়া বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির তিন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। তারা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিঃ বিভাগের সহযো...

ম্যানুয়াল পেশী পরীক্ষার পদ্ধতি (Manual Muscle Testing Procedure)

ম্যানুয়াল পেশী পরীক্ষার পদ্ধতি (Manual Muscle Testing Procedure): ম্যানুয়াল পেশী পরীক্ষা (Manual Muscle Testing - MMT) হলো পেশীর শক্তি পরিমাপ করার একটি ক্লিনিক্যাল পদ্ধতি। এটি নিউরোলজিক্যাল পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ যা পেশীতে দুর্বলতা, পক্ষাঘাত, বা অন্যান্য পেশী সম্পর্কিত সমস্যা শনাক্ত করতে সাহায্য করে। পদ্ধতি: রোগীর অবস্থান: রোগীকে পরীক্ষার জন্য আরামদায়ক অবস্থানে বসতে বা শুইতে হবে। পেশী নির্বাচন: পরীক্ষার জন্য নির্দিষ্ট পেশী নির্বাচন করা হবে। স্কেলিং: পেশীর শক্তি 0 থেকে 5 পর্যন্ত স্কেলে পরিমাপ করা হয়: 0: কোন সংকোচন নেই 1: ট্রেস সংকোচন 2: gravity-eliminated পজিশনে পেশী সংকুচিত করতে পারে 3: against gravity পজিশনে পেশী সংকুচিত করতে পারে 4: against gravity + resistance পজিশনে পেশী সংকুচিত করতে পারে 5: normal strength পরীক্ষা: পরীক্ষাকারী রোগীর পেশী স্থির করবে। রোগীকে নির্দেশ দেওয়া হবে পেশী সর্বোচ্চভাবে সংকুচিত করার জন্য। পরীক্ষাকারী স্কেল অনুসারে পেশীর শক্তি নির্ধারণ করবে। প্রয়োজনীয় সরঞ্জাম: -টেপ -গনিয়োমিটার -রেজিস্ট্যান্স ব্যান্ড (ঐচ্ছিক) সতর্কতা: -পরীক্ষার সময় রোগীর ব্যথা ন...