Skip to main content

Posts

Showing posts from 2022

শহীদ বুদ্ধিজীবীদের জীবনী(পর্বঃ১)

গোবিন্দচন্দ্র দেব ঃ গোবিন্দচন্দ্র (১৯০৭-১৯৭১) দার্শনিক ও শিক্ষাবিদ। প্রকৃত নাম গোবিন্দচন্দ্র দেবপুরকায়স্থ। ১৯০৭ সালের ১ ফেব্রুয়ারি সিলেট জেলার বিয়ানী বাজারের লাউতা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দেবের পূর্বপুরুষ ছিলেন ভারতের গুজরাটের বাসিন্দা এবং কুলীন। দেব ১৯২৯ সালে কলকাতার সংস্কৃত কলেজ থেকে দর্শন বিষয়ে বি.এ (সম্মান) এবং ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম.এ ডিগ্রি লাভ করে অধ্যাপনায় নিযুক্ত হন। অধ্যাপনার পাশাপাশি তিনি ‘রিজন, ইনটুইশন অ্যান্ড রিয়ালিটি’ নামক অভিসন্দর্ভ রচনা করে ১৯৪৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কিছুকাল দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে অধ্যাপনা করে তিনি ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগদান করেন। দর্শনে বিশিষ্ট অবদানের জন্য ১৯৬৭ সালে দেবকে সম্মানসূচক ‘দর্শন সাগর’ উপাধিতে ভূষিত করে। একই বছর তাঁর মানবতাবাদী দর্শন প্রচারের জন্য আমেরিকায় ‘দি গোবিন্দ দেব ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড ব্রাদারহুড’ প্রতিষ্ঠা করা হয়। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে গোবিন্দদেব দর্শন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে গণপ্রজাতন্ত্রী ব...

সাস্টকে পিছনে ফেলে বিজ্ঞান প্রযুক্তিতে দেশসেরা জাস্ট

এলসেভিয়ার র‌্যাঙ্কিংয়ে দেশসেরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক প্রকাশনা নিবন্ধ প্রকাশনা সংস্থা “এলসেভিয়ার” কর্তৃক স্কোপাস ডাটার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থানে অবস্থান করেছে যবিপ্রবি। সম্প্রতি নেদারল্যান্ডস ভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এই তালিকা প্রকাশ করে।  এলসেভিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত গবেষেণাপত্রের উপর ভিত্তি করে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান গুলোর তালিকা প্রকাশ করা হয়। এ বছর প্রকাশিত তালিকায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নবম স্থানে অবস্থান করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।  যবিপ্রবির প্রকাশিত মোট গবেষণা পত্রের সংখ্যা প্রায় ৩০০ এরও অধিক। এছাড়া বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় যবিপ্রবির তিন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। তারা হলেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিঃ বিভাগের সহযো...

যবিপ্রবির ফিজিওথেরাপি ও নার্সিং বিভাগঃহতে পারে মেডিকেলের বিকল্প

দেশের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) যেখানে বর্তমান বিশ্বে পেশার দিক দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ফিজিওথেরাপি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।২০১৮-১৯ সেশনে ৫ বছর মেয়াদী ব্যাচেলর অব ফিজিওথেরাপি(বিপিটি) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শুরু হয়েছে  ফিজিওথেরাপি ও পুর্নবাসন বিভাগটির যাত্রা।বর্তমানে এ বিভাগটিতে স্নাতকের তিনটি ও স্নাতকোত্তরের একটি ব্যাচের শিক্ষার্থীরা অধ্যয়নরত আছেন।অপরদিকে যবিপ্রবির বিশেষায়িত আরেকটি বিভাগ নার্সিং এন্ড হেলথ সায়েন্স বিভাগ যেটি ২০১৯-২০ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে যাত্রা শুরু করে।বর্তমানে এ বিভাগে স্নাতকের দুই ব্যাচের শিক্ষার্থীরা অধ্যয়রত।  কেন ভর্তি হবেন যবিপ্রবির বিশেষায়িত এই বিভাগ দুটিতে?? চলুন তবে  প্রথমে জেনে নিই,ফিজিওথেরাপি কি এবং বাংলাদেশে এ পেশার জন্মের ইতিহাস!!! ফিজিওথেরাপি হলো ব্যথামুক্ত একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি।বাত ব্যথা,প্যারালাইসিস,হার্ট ডিজিজ,স্ট্রোক,আঘাতজনিত ব্যথা,স্থূলতাসহ অন্যান্য অসংক্রামক রোগের অন্যতম কার্যকরী ও আধুনিক চিকিৎসা পদ্ধতি হচ্ছে ফিজিওথেরাপি।এটি স্বাস্থ্য বা চ...

আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষামন্ত্রী

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ(৪ ডিসেম্বর) নবনির্মিত স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করবেন তিনি। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাথে সাক্ষাৎকালে এ তথ্য নিশ্চিত করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। জানা যায়,২০১৮ সালের ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৫২তম সভায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের নাম প্রখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামে নামকরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বহুল প্রতীক্ষিত এই একাডেমিক ভবন সম্পর্কে জানতে চাইলে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের মাধ্যমে বিভিন্ন বিভাগের ক্লাস ও ল্যাব সম্পর্কিত যে সংকট তা শতভাগ নিরসন হবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত ল্যাব সুবিধা দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্...

স্যার জগদীশ চন্দ্র বসু'র স্মরণে যবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্যার জগদীশ চন্দ্র বসু'র ১৬৪ তম জন্মদিন উপলক্ষে 'Sir Jagadish Chandra Bose: An Extra-ordinary Man of Science' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। মূল বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন,ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছিলেন আমার মা, মাতৃভাষা ও মাতৃভূমি প্রত্যেকে আমার পরম শ্রদ্ধার।এই তিন মা'কে নিয়ে গর্ব করতে চাই এবং এই তিন মায়ের কাছে যদি আমরা থাকি তবেই আমাদের উন্নতি সাধন হবে।জগদীশ চন্দ্র বসু স্যারের জীবনী থেকে আমি এই শিক্ষা অর্জন করেছি। তিনি প্রতিবাদী ছিলেন, তাঁর চাকুরি জীবনের প্রথমেই আমাদের জন্য এ শিক্ষা তিনি দিয়ে গেছেন। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, সে জাতি কখনো উন্নত হয় না, যে জাতি তাঁর জ্ঞানী মানুষদের সম্মান দিতে জানে না। স্যার জগদীশ চন্দ্র বসু'র আ...

যবিপ্রবির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নজরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মরহুম মো. নজরুল ইসলামের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এর পরে মরহুমের বাড়ি যশোর জেলার চৌগাছা থানার লস্করপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। রবিবার (২৭ নভেম্বর) বেলা ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই অংশগ্রহণ করেন। নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে যবিপ্রবির ট্রেজারার মোঃ আবদুল মজিদ বলেন, বিশ্ববিদ্যালয়ে আমরা যে দায়িত্ব পালন করি, তা যদি সঠিক ভাবে পালন করা যায় তবে ক্ষণিকের জন্য হলেও মানুষ তা ভালো বলবে, আমরা ক্ষণিকের যাত্রী। নজরুল আজ আমাদের সেটাই শিক্ষা দিয়ে গেলো। আমরা সবাই তাঁর জন্য ও শোকাবহ পরিবারের জন্য দোয়া করবো। যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড মোঃ আনোয়ার হোসেন বলেন, মানুষের মৃত্যু অবধারিত। তবে কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। আমি ছয় বছর ধরে ক্যান্সার বয়ে বেড়াচ্ছি কিন্তু নজরুল সুস্থ সবল ছিলো, হঠাৎ করেই আমাদের ছেড়ে ...

ঢাকা সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগ মাতাবেন যবিপ্রবির শিক্ষার্থী রেজোয়ান

ঢাকা  প্রিমিয়ার সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগে (২০২২-২০২৩) মিরপুর বয়েজ ক্লাবের হয়ে লীগ মাতাবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী রেজোয়ান হোসেন। তিনি যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।  ১৮  নভেম্বর,২০২২  ঢাকা  প্রিমিয়ার সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগের আসর শুরু হতে যাচ্ছে।  এর আগে যবিপ্রবির রেজোয়ান ঢাকা ফাস্ট ডিভিশন ক্রিকেট লীগে ওরিয়েন্ট ক্লাবের হয়ে ও সেকেন্ড ডিভিশন ক্রিকেট লীগে লালমাটিয়া  ক্লাবের হয়ে অংশগ্রহণ করেছেন।এছাড়াও ইতোপূর্বে তিনি রাজশাহী,দিনাজপুর ও রংপুর প্রিমিয়ার ক্রিকেট লীগে অংশগ্রহণ করেন।  ঢাকা লীগে খেলার ব্যাপারে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, যবিপ্রবির হয়ে ভালো খেলে জয় আনতে পারলে  অনেক ভালো লাগে।নিজেকে প্রস্তুত রাখতে আমি সর্বদা অনুশীলন চালিয়ে যাচ্ছি।ক্রিকেট পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম হলেও  যবিপ্রবিতে অন্যান্য খেলাগুলোর মতো ক্রিকেট নিয়ে তেমন কোন বিশেষ সুবিধা বা অনুশীলনের ব্যবস্থা নেই যা অত্যন্ত দুঃখজনক।যবিপ্রবি এর আগে বাস্কেটবল,ভলিবল,ফুট...

যিনি স্বপ্ন ফুটান রঙতুলিতে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হওয়ার পর আর দশ জনের মতো ভেবেছিলেন পাস করে বের হয়ে সোনার হরিণ চাকরির পিছনে ছুটবেন হয়তো। করোনা মহামারির মধ্যে পরিবারে আর্থিক সাহায্য করতে চাকরী ও নিয়েছিলেন তিনি।  কিন্তু সৃষ্টিশীলতা তাকে পিছু ছাড়েনি। চাকরীর ধরাবাধা নিয়ম তাকে বশ করতে পারে নি। মনকে প্রাধান্য দিয়ে চাকরী ছেড়ে স্বপ্নের পোর্টেট, চারকোল একে দিন কাটাচ্ছেন এই স্বপ্নচারী।  তৃতীয় শ্রেনিতে বাবার কিনে দেওয়া ড্রইংবোর্ড আর রঙতুলিতেই দীর্ঘ দুই দশক ধরে পোর্টেট, চারকোল একে যাচ্ছেন তিনি। শহরের অনেক দেয়ালে তার আঁকাবাঁকা রঙতুলির শোভা পেতে দেখা যায়। এগুলো পথচারীদের ও আর্কষন করে। সম্প্রতি তার আঁকা বেশ কিছু চারকোল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। যা মন কাড়ে সকলের।  পাচ্ছেন ভূয়সী প্রশংসা ও।  বলছিলাম বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর যশোরে বেড়ে ওটা যবিপ্রবি'র রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাশেদ খানের কথা। রাশেদ খান যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ থেকে এইচ এস সি পাস করেন। যবিপ্রবির রসায়ন বিভ...

ছোট গল্প: রানুর ভ্রম (এক সন্দেহভিত্তিক অপরাধের পরিণতি)

গ্রীষ্মের কাঠফাটা রোদের তীব্রতায় ঝলমল করে ওঠে উত্তরপুর গ্রামের বিল-ঝিল,পুকুর-নদীর পানি।এই উত্তরপুর গ্রামেই মফিজ মিয়া তার পরিবারকে নিয়ে  বাস করেন। মফিজ মিয়ার একমাত্র নেশা ও পেশা মাছ ধরা। তাই প্রখর   রোদ্দুরেও যেন তার মাছ ধরতে যওয়ার আগ্রহের কমতি নেই।নেহাত শখের বসেই যে তিনি মাছ ধরেন  এমন নয় বরং এই মাছ বিক্রির টাকা দিয়েই চা লাতে হয় তার সংসার।এটিই উপার্জনের অন্যতম মাধ্যম মফিজের।মফিজ মিয়ার বউ রানু তার দুই কন্যা আর এক পুত্র সন্তানের দেখাশোনাসহ  তাদের সংসারের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন। রানু বেশ সাংসারিক ও কর্মঠ মহিলা কিন্তু রাগী এবং বদমেজাজি ও বটে। ইলিশের মৌসুমে মফিজ মিয়া পদ্মায় মাছ শিকারে যান।পদ্মায় প্রচুর মাছ পাওয়া যায়  যা সে  বাজারে চড়া দামে বিক্রি করতে পারেন এবং এই মৌসুমে তার সংসারে একটু শান্তি ফিরে আসে।অনেক টাকা আয় হয় তার ফলে বাড়িতে ভালো মন্দ বাজার করে নিয়ে যেতে পারেন তিনি। ইদানিং রানু লক্ষ্য করছে তার স্বামী কোথায় যেন যান এবং বেশ দেরী করেই বাসায় ফিরেন।সন্দেহের বশে একদিন সে মফিজ মিয়ার পিছু  পিছু যান আর দেখতে পান তার স্বামী লুকিয়ে লুকিয়ে একজন মহ...

১৫ টি ইসলামিক শব্দার্থ (must know)

 15 টি ইসলামিক শব্দার্থ।যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত। 1.সুবহান আল্লাহ-Allah is the greatest. 2.আলহামদুলিল্লাহ-All praise is for Allah. 3.আল্লাহু আকবার-Allah is the biggest. 4 .ইনশাআল্লাহ-If Allah wants./If Allah give strength. 5.মাশাআল্লাহ-Excellent. 6.বিসমিল্লাহ-Starting with name of Allah. 7.ফি-সাবিলিল্লাহ-On the way of Allah. 8.জাযাকাল্লাহু খাইরান-Thanks to Allah. 9.ফি-আমানিল্লাহ-Setting out for Allah. 10.আমিন-So be it. 11.আসতাগফিরুল্লাহ-Sorry to Allah. 12.তাওয়াক্কালতু আল্লাহ-Depended on Allah. 13.নাউযুবিল্লাহ- Shouldn’t follow for Allah. 14.ফাতাবারাকাল্লাহ-Happiness is for Allah. 15.লা ইলাহা ইল্লাল্লাহু-There is no God but Allah Source:Internet

স্পাইনা বাইফিডা(spina Bifida)

  স্পাইনা বাইফিডা হলো জন্মের সময় শিশুদের পিঠে একধরনের ডিফেট দেখা যায়।জন্মের পূর্বে আল্ট্রাসাউন্ড পরীক্ষায়  অনেক সময় এই রোগ ধরা পড়ে। এই রোগে স্পাইন বা মেরুদণ্ডের ভেতরে অবস্থিত নার্ভের কিছু অংশ বাইরে বের হয়ে আসে। সাধারণত জন্মের ২/৩ দিনের ভেতর অপারেশনের মাধ্যমে নার্ভগুলো স্পাইনের ভেতর ঢুকিয়ে দেয়া হয়।যদি এটি করতে দেরী হয়ে যায় তাহলে নার্ভের ইনফেকশন হয়ে যেতে পারে।ফলে পরবর্তীতে অপারেশনের মাধ্যমে আর ভালো হয় না।এই নার্ভগুলো নষ্ট হয়ে গেলে শিশুর হাটা, চলা ও পায়খানা প্রশ্রাব বন্ধ হয়ে যায় এবং পায়ের শক্তি হারিয়ে ফেলে এজন্য পঙ্গুত্ব ও হতে পারে।তাই যত দ্রুত সম্ভব অপারেশন করাই শ্রেয় নাহলে শিশুকে পঙ্গুত্বের  হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। এটি প্রতিরোধে মায়েদের জন্য পরামর্শ থাকবে বাচ্চা নেওয়ার আগেই নিয়মিত জিংক ও ফলিক এসিড খাবেন।এধরনের সমস্যা দেখা দিলে দ্রুত শিশু শল্য চিকিৎসকদের শরণাপন্ন হোন।