স্পাইনা বাইফিডা হলো জন্মের সময় শিশুদের পিঠে একধরনের ডিফেট দেখা যায়।জন্মের পূর্বে আল্ট্রাসাউন্ড পরীক্ষায় অনেক সময় এই রোগ ধরা পড়ে। এই রোগে স্পাইন বা মেরুদণ্ডের ভেতরে অবস্থিত নার্ভের কিছু অংশ বাইরে বের হয়ে আসে।
সাধারণত জন্মের ২/৩ দিনের ভেতর অপারেশনের মাধ্যমে নার্ভগুলো স্পাইনের ভেতর ঢুকিয়ে দেয়া হয়।যদি এটি করতে দেরী হয়ে যায় তাহলে নার্ভের ইনফেকশন হয়ে যেতে পারে।ফলে পরবর্তীতে অপারেশনের মাধ্যমে আর ভালো হয় না।এই নার্ভগুলো নষ্ট হয়ে গেলে শিশুর হাটা, চলা ও পায়খানা প্রশ্রাব বন্ধ হয়ে যায় এবং পায়ের শক্তি হারিয়ে ফেলে এজন্য পঙ্গুত্ব ও হতে পারে।তাই যত দ্রুত সম্ভব অপারেশন করাই শ্রেয় নাহলে শিশুকে পঙ্গুত্বের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না।
এটি প্রতিরোধে মায়েদের জন্য পরামর্শ থাকবে বাচ্চা নেওয়ার আগেই নিয়মিত জিংক ও ফলিক এসিড খাবেন।এধরনের সমস্যা দেখা দিলে দ্রুত শিশু শল্য চিকিৎসকদের শরণাপন্ন হোন।

Comments
Post a Comment