চলুন মুদ্রা স্ফীতি আর ঋণখেলাপী সম্পর্কে জানি!!
বর্তমানে জিনিসপত্রের দাম লাগামছাড়া।এর মূল কারণ দেশের মুদ্রা স্ফীতি ও বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যেতে পারে ঋণখেলাপিও অন্যতম কারণ।
আসুন জেনে নিই মুদ্রা স্ফীতি ও ঋণখেলাপী কী?
কোন নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন পণ্য বা সেবার মান টাকার অংকে বেড়ে গেলে তাকে অর্থনীতির ভাষায় মুদ্রাস্ফীতি বলে।বিষয়টা ক্লিয়ার করা যাক!
ধরুন আগে ১ কেজি চাউলের দাম ছিল ৩০ টাকা কিছুদিন পরে ওই ১ কেজি চাউলের দাম হয়ে গেল ৪০ টাকা।তাহলে আগের চেয়ে কেজিতে চাউলের দাম ১০ টাকা বেড়েছে কিন্তু পরিমাণ একই।একই পণ্য আগের থেকে বেশি দামে কনতে হচ্ছে মানে মুদ্রা স্ফীতি হয়েছে।
খেলাপি ঋণঃ
ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে খেলাপি ঋণ বলে।ধরেন ব্যাংকে ১০০ টাকা ছিলো এক ব্যক্তি ২০ টাকা ঋণ নিলেন কিন্তু ফেরত/পরিশোধ না করে অন্য দেশে গিয়ে ওই ২০ টাকা ডলারে কনভার্ট করে খরচ করে ফেললেন।ব্যাংক হিসাব করলো দেশে ১০০ টাকাই আছে।ওই টাকার ক্ষতি পোষাতে সরকার আরও ২০ টাকা ছাপালো মানে ব্যাংকে হিসাব করলো ব্যাংকে এখন মোট ১২০ টাকা আছে কিন্তু প্রকৃতপক্ষে টাকা আছে মাত্র ৮০ টাকা।কারণ খরচ হয়ে যাওয়া ২০ টাকা দেশে নেই ও ওই ব্যক্তি এখনও টাকা শোধ করতে পারেনি।
.jpg)
Nice information
ReplyDelete