মনে রাখবেন ইংরেজি শিখতে হলে প্রয়োজন নিজের ইচ্ছা শক্তি আর লেগে থাকা, চর্চা করা।ইংরেজির একটা আলাদা পরিবেশ তৈরি করা।মানে আপনি যা পছন্দ করেন সবকিছুই ইংরেজিতে করার চেষ্টা করা।যেমন মুভি দেখতে ভালো লাগে!ইংরেজিতে দেখুন,ফানি ভিডিও ভালো লাগে ইংরেজিতে দেখুন এভাবে....
ইংরেজিতে দক্ষ হতে..
১.Learn All basics rules in English
2.Learn how to ask questions
3.learn how to give Answers in English
চলুন আজ ১ম পর্ব শুরু করা যাকঃ
I want ________ (আমি কিছু চাই) | এখানে Plural Nouns or, Uncountable Nouns বসবে।
I want pens.
I want books.
I want clothes.
I want happiness.
I want peace.
I want success.
I would have ____ ( আমি কিছু একটা করতাম ) | Verb-এর Past Participle Form বসবে।
I would have gone to the cricket match.
I would have watched cartoons.
I would have slept earlier.
( Note: আপনাকে কেউ জিজ্ঞেস করল যে যদি আপনি কোন একটা situation-এ থাকতেন, তাহলে কি করতেন? তখন আপনি উত্তরে - I would have ব্যবহার করতে পারেন।)
For example:
What would you do if you were the President? আপনি প্রেসিডেন্ট হলে কি করতেন?
Ans: I would have reduced Traffic Jams.
আমি ট্রাফিক জ্যাম কমাতাম।
What would you do if you were a Doctor? আপনি ডাক্তার হলে কি করতেন?
Ans: I would have saved people’s lives.
আমি মানুষের জীবন বাচাতাম।
I could have____ ( আমি কিছু করতে পারতাম / আমার সাথে কিছু হতে পারত) + V3 বসবে।
আমি কিছু করতে পারতামঃ
I could’ve paid for you. আমি তোমার জন্য টাকা দিতে পারতাম।
I could have been late.
আমি দেরি হতে পারতাম।
I could have been a pilot.
আমি একজন পাইলট হতে পারতাম।
I could have gone to India.
আমি ইন্ডিয়াতে যেতে পারতাম।
I could have studied more.
আমি আরও লেখাপড়া করতে পারতাম।
I could have done better.
আমি আর ও ভাল করতে পারতাম।
আমার সাথে কিছু হতে পারতঃ
I could have been hurt.
আমি আঘাত পেতে পারতাম।
I could have been lost.
আমি হারিয়ে যেতে পারতাম।
I could have been killed.
আমি মরে যেতে পারতাম।
Comments
Post a Comment